সংক্ষিপ্ত বাংলায় দেশি/সোনালী মুরগি পালন কর্মসূচী

আবহমান বাংলার ঘরে ঘরে সবাই দেশি মুরগি পালন করে আসছেন। প্রতিকুল পরিবেশে মুরগি পালন আগের মতো আর নেই। সকলের কাঙ্খিত লক্ষ্য সঠিক পদ্ধতি টা জানা। আমারা এখানে তুলে ধরছি মুরগি পালন কতো সহজেই আপনার বাসায় অল্প জায়গায় করতে পারেন। এতে আপনার ও দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহোযোগিতা করবে।

বাচ্চা নেওয়ার আগেই যেখানে ব্রুডিং করবেন সেখানের প্রস্তুতি নিতে হবে।

*খাদ্য ও পানির ছোট্ট বাচ্চার পাত্র

*স্টারটার খাদ্য

*পরিস্কার পানি

*চিক গার্ড

*লাইট

*পেপারস

*তূষ

একদিনের বাচ্চা নেওয়ার পর ১০ টি বাচ্চার ওজন নিতে হবে। *গড় ওজন খাদ্য তালিকা ও ক্যাটেগরি করতে সাহায্য করে।

>প্রাথমিক ধকল কাটাতে গ্লুকোভেট ৫০ গ্রাম ১ লিটার পানিতে ৮-১২ ঘন্টার পানিতে ।

>শেফা-১ ১ গ্রাম ১ লিটার পানিতে, ফ্রা-এসি ৩৪ ১মিলি ৩ লিটার পানিতে ৩ দিন।

>বিসি আর ডিভি লাইসোভিট ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>থায়াভিন ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>আইবিডিবি লাইসোভিট ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>কক্সি কে ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>নিওবায়োটিক ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>আইবিডিবি লাইসোভিট ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>বিসি আর ডিভি লাইসোভিট ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>এম্প্রোল ইপি ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

>এভিনেক্স ২০টি মুরগির জন্য ১ গ্রাম ১ দিন ।

>চিক ভিট ১ মিলি ১ লিটার পানিতে ৫ দিন।

>কক্সি কে ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন।

মুরগির আধুনিক ঘরhttp://www.edlsbd.com
Dhanbandhi
Sirajganj
Rajshahi 6740
Bangladesh

Leave a Reply