রবিবার (০৬ এপ্রিল) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের একটি কোর্সের আওতায় সম্প্রসারণ মাঠ সফরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ। সিরাজগঞ্জ জেলার দুইটি উপজেলায় ৬ দিনব্যাপী সফরটি শেষ হবে ১১ এপ্রিল।
সম্প্রসারণ সফরে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের মোট দুইটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৪২ জন করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। গ্রুপের সার্বিক দিকনির্দেশনা প্রদানের জন্যে দুইজন করে শিক্ষককে নিয়োজিত করা হয়েছে। একটি গ্রুপের সফরের স্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা এবং অন্যটি একই জেলার বেলকুচি উপজেলায়।
প্রথম দিনে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি ও সম্প্রসারণ বিষয়ক দপ্তর পরিদর্শন করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি ব্যবস্থাপনা দপ্তর, যুব উন্নয়ন দপ্তর, পল্লী উন্নয়ন দপ্তরসহ অন্যান্য দপ্তর পরিদর্শন করানো হয়।
সম্প্রসারণ মাঠ সফরে অন্য দিনগুলোতে শিক্ষার্থীদের উপজেলার বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্যদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। মাঠ পর্যায়ে কৃষির বিভিন্ন বিভাগের কাজগুলো কিভাবে সম্পন্ন করা হয় সে সকল বিষয়ে তারা হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
ছাত্র-ছাত্রীরা শিক্ষক পরিচালকদের নির্দেশনা অনুযায়ী ১০টি গ্রুপে ভাগ হয়ে নির্বাচিত অফিসে গিয়ে অফিস প্রধানের নিকট তথ্য সংগ্রহ করবে।
সম্প্রসারণ মাঠ সফরে ছাত্র-ছাত্রীদের পারফরমেন্স এর উপর ১০ নম্বর, মাঠ সফর পরবর্তী মূল্যায়নের উপর ৫ এবং রিপোর্টে ৫ নম্বর বরাদ্দ থাকবে।
এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যক্রম ও চলমান প্রকল্পগুলো সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে । পাশাপাশি শিক্ষার্থীদের এই ছয়দিনের সকল কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদনও তৈরি করেছেন।
দলটি শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে।
রাশেদুল ইসলাম (বেলকুচি উপজেলা প্রতিনিধি)


