স্টাফ রিপোর্টার, বেলকুচি, সিরাজগঞ্জ।
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রি., এনায়েতপুর, চৌহালী হতে মুকুন্দগাতি, বেলকুচি, কড্ডা বা সয়দাবাদ হয়ে সিরাজগঞ্জ শহরগামী সিএনজির চালকরা সন্ধ্যার পর বা ঈদ, পুজা ও ছুটির দিন সাধারণ যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় মিটিং এ বারবার ডাকা হলেও তাদের সংগঠনের নেতারা অনুপস্থিত থাকেন। প্রতিনিধি কেউ আসলেও পৌরসভার চাঁদা ও সময়মতো গ্যাস প্রাপ্তির দোহাই দিয়ে যান। বেলকুচি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিয়া সুলতানা কেয়া মহোদয়ের সদিচ্ছার কারনে মুকুন্দগাঁতি চৌরাস্তায় ডিভাইডার করা হয়েছে যার ফলশ্রুতিতে যানজট কমেছে অনেকগুন এবং সকল প্রকার টোল আদায় করা নিষেধ করার পরও কতিপয় অসাধু সিএনজি ব্যবসায়ী, চেইন মাস্টার ও চালকরা যাত্রীদের নিকট হতে কৌশলে ভাড়া বৃদ্ধি করেই চলছিল।


এরকম অসাধু তৎপরতার লাগাম টেনে ধরা সময়ের দাবী ছিল। বারংবার বিভিন্ন মহল থেকে সতর্ক করা স্বত্ত্বেও এহেন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জনগণের সেবার জন্য সকাল বিকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ( ভূমি) বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিয়া সুলতানা কেয়া মহোদয় বলেন এধরনের অপরাধ আমলযোগ্য এবং শাস্তিযোগ্য, এই অপরাধের দায়ে প্রায় ১০-১২ জন চালকদের ৫০০/- নূন্যতম সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
কয়েকজন চালক তাদের অপরাধের জন্য ভূল স্বীকার করে বলেন চেইন মাস্টাররা ভাড়া বেঁধে দিলে তাদের করার কিছু থাকে না। অপরদিকে সচেতন যাত্রীরা উদ্বৃত্ত টাকা অন্তত ঈদের পর দুই একদিনের জন্য নিতে পারতো এরকম ঈদের পঞ্চম দিন ভাড়া বাড়াইলে ছেড়ে দেয়া যাবে না।
এধরনের উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে আসবে ঈদের বা সাপ্তাহিক ছুটির আনন্দ ভাগাভাগি করতে আসা সাধারণ যাত্রীদের খুশি আরো বৃদ্ধি পাবে। এছাড়াও দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন উপস্থিত সাধারণ যাত্রীরা।