গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম অ্যালামনাইয়ে ৬ শত ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত

You are currently viewing গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম অ্যালামনাইয়ে ৬ শত ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ, বগুড়া

বুধবার ০২/০৪/২৫ ইং পবিত্র ঈদুল ফিতর ১৪৪৭ এর দ্বিতীয় দিনে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো “স্মৃতি জাগ্রত, হৃদয় সংযুক্ত” প্রতিপাদ্য নিয়ে অ্যালামনাই দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

গুজিয়া উচ্চ বিদ্যালয় গুজিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় নামে ১৯৫৮ সালে গুজিয়ার হাট অর্থাৎ শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮ এস এস সি(তৎকালীন ম্যাট্রিকুলেশন) ব্যাচ হতে ২০২৪ এস এস সি ব্যাচ মিলে সাড়ে ৬ শত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা আনন্দ মিছিল, আলোচনা সভা, রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন পদে চাকরিরত অত্র বিদ্যালয়ের শিক্ষক ও গুজিয়ার আশেপাশের আট দশটা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাশেদুল ইসলাম রান্টু, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, পাবনা এবং গুজিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহিনুর ইসলাম শাহিন। সদস্য সচিব জনাব কামরুল হাসান বাবু, সম্মানিত উপদেষ্টা পরিষদের মধ্যে জনাব বিকাশ চন্দ্র বসাক, যুগ্ম জেলা ও দায়রা জজ রাজশাহী, জনাব ডাঃ মোঃ রায়হান নবী, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল, সিরাজগঞ্জ সহ ব্যাচ ভিত্তিক প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণ করেন।

আলোচকদের এবং সকল ইভেন্ট এ অংশগ্রহনকারী প্রত্যেকে অ্যালামনাই এধরনের উদ্যোগে খুব আনন্দিত। এধরনের উদ্যোগ প্রতিবছর আয়োজন করে স্মৃতি চারণ, মিলনমেলা ও নবীন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড এবং দুঃস্থ শিক্ষার্থী ও শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান করার সুযোগ তৈরি করতে জোড় দ্বাবি ওঠে।

সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের ছাত্র জীবনের খুনসুটি, হৃদয় নিংড়ানো ভালবাসা, ফটোফ্রেমে ছবি ওঠা, শিক্ষকদের সঙ্গে পরিচয়, স্মৃতিচারণ, চায়ের আড্ডা, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গল্প আড্ডায় মেতে ওঠে সবাই।

এই অ্যালামনাইকে আরো জনপ্রিয় করতে ও উপস্থিতি বাড়ানোর জন্য ওয়েবসাইট তৈরি করা, ব্যাচ ভিত্তিক কমিটির সমন্বয়ক সংযোজন, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন করার সুপারিশ করা হয়েছে।

Leave a Reply